৩নং উদাখালী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র হইতে যে সকল সেবা পাওয়া যাবে:
ইউআইএসসির তথ্যসেবা থাকবে দুভাবে- অফলাইন ও অনলাইনে। এই তথ্য ভান্ডার তথ্য ও সেবা সাজানো থাকবে এনিমেশন, ভিডিও, অডিও এবং টেক্সট এই চার ফরমেট।
০১। ইন্টারনেটের মাধ্যমে তথ্য (অনলাইন): ইউআইএসসিতে ইন্টারনেট সংযোগ থাকবে যার মাধ্যমে ইউনিয়নের যে কোন ব্যক্তি সারা পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে। দেশি ও বিদেশী বিভিন্ন ওয়েব সাইট থেকে প্রয়োজন অনুযায়ী যে কোন তথ্য এর মাধ্যমে খুজে পাওয়া সম্ভব।
০২। অফলাইন তথ্যভান্ডার:ইন্টারনেটের বাইরে এক বিশাল তথ্য ভান্ডার থাকবে ইউআইএসসিতে। এই তথ্যভান্ডার থাকবে জীবিকবভিত্তিক বিভিন্ন তথ্যসেবা। যেমন- কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, কমসংস্থান, বাজার, বিভিন্ন সরকারী ফরম প্রভৃতি।
০৩। বানিজিক সেবা:ইউআইএসসিতে সুলভ মূলে বানিজিক সেবা পাওয়া যাবে। যেমন: ইমেলই পাঠানো, ইন্টারনেট ব্রাউজিং করা, কম্পিউটার কম্পোজ করা, প্রিন্টিং করা, ফটোতোলা (কালার), স্ক্যানিং করা, মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া দেওয়া, ফটোকপির মেশিনের মাধ্যমে ফটোকপি করা প্রভৃতি।
০৪। পরামশ সেবা:ইউনিয়ন পরিষদ ইউআইএসসি থেকে যাতে করে সরকারী কমকতাদের (যেমন- কৃষি, স্বাস্থ্য প্রভৃতি) নিয়মিত পরামশ সেবা পাওয়া যায় তা নিশ্চিত করবে। পরামশ সেবার মধে থাকবে মাটি পরীক্ষা, সার, কীটনাশক, মাছ চাষ, স্বাস্থ্য, ভূমি রেজিষ্ট্রশন, আইন প্রভৃতি বিষয়ে পরামশ। যে সকল বেসরকারী সংস্থা (এনজিও) ইউনিয়নভিত্তিক কাজ করে তারাও একই ভাবে পরামশ সেবা প্রদান করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস